Top
সর্বশেষ

কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১৪ এপ্রিল, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন
রফিকুজ্জামান মিয়া, কুমারখালী (কষ্টিয়া) :

কুষ্টিয়ার কুমারখালীতে পালিত হয়েছে বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ -১৪২৯। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

এই মঙ্গল শোভাযাত্রা সকালে পৌরসভা থেকে শুরু হয়ে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে কুমারখালী শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন পৌর মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) শাহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী , থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা সহ অন্যান্যরা।

শেয়ার