Top
সর্বশেষ

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব

১৪ এপ্রিল, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব
হাজীগঞ্জ (চাঁদপুর)  প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য অয়োজনে শেষ হলো বর্ষবরণ উৎসব। পুরনো সকল বাধাবিপত্তি পেরিয়ে নতুন দিনের সূচনায় বাংলা নববর্ষ ১৪২৯। মহামারি করোনা ভাইরাসের কারনে দুই বছর বাংলা বর্ষবরণ করতে পারেনি বাঙালীরা।

তাইতো এ বছর প্রাণের এ উৎসবে মেতে উঠেছে সবাই। বৃহস্পতিবার সকালে বর্ষবরণ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানান ধরনের উদ্যোগ। সকালে উপজেলা প্রাঙ্গন হতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
পরে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ,সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানমসহ উপজেলার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শেয়ার