Top
সর্বশেষ

মাদারীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

১৪ এপ্রিল, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
মাদারীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ৪
মাদারীপুর প্রতিনিধি :

র‍্যাব – ৮, মাদারীপুরের একটি বিষেশ অভিযানিক দল পূর্ব মামলার গ্রেফতারকৃত দুই আসামীর তথ্যের ভিওিতে ১৪ এপ্রিল ভোর রাতে মাদারীপুর জেলার কালকিনির ভূরঘাটা বাজারস্হ লাল ব্রিজ এলাকায় কৌশলে ৪ জন আসামীকে গ্রেফতার করে।

তাদের কাছ থেকে ৫ টি দেশীয় তৈরি রিভলবার, একটি দেশীয় পাইপ গান, একটি দেশীয় তৈরি পিস্তল,একটি ম্যাগাজিন,২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপগানের কার্তুজ, ৫টি মোবাইল , ৪ টি সীমকার্ড ও নগদ ৮১৪৪/ টাকা উদ্ধার করে।

প্রাথমিক জিঞ্জাসাবাদে আসামীরা জানায়,উদ্ধারকৃত অস্এ দিয়ে তারা এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করতো। এছাড়া গত ১০ এপ্রিল কালকিনিতে পুলিশের উপর হামলার কথা তারা স্বীকার করে।

আটককৃতরা হচ্ছে – ১/ মহিউদ্দিন বেপারী (৫৫), পিতাঃ রশিদ বেপারী, ২/ নয়ন বেপারী (২২), ৩/ সবুজ বেপারী, (৩৩) ৪/ রাসেল বেপারী, (২৮) ৫/ ওসমান বেপারী (২৫), ৬/শাকিল বেপারী (২০), সর্ব পিতা ঃ মহিউদ্দিন বেপারী, গ্রাম ঃমধ্যচর, ইউপি -বাশগাড়ি, থানা – কালকিনি, জেলা মাদারীপুর।

শেয়ার