Top

মেহেরপুর জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ

১৪ এপ্রিল, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
মেহেরপুর জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ
মেহেরপুর প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করে নেওয়া হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯ টায় স্বল্প পরিসরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন।

এর আগে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সুসজ্জিত মেয়েরা শোভাযাত্রার অগ্রভাগে এবং বাংলা নববর্ষ উপলক্ষে বর-বধু, কৃষক, জেলে সহ বিভিন্ন ধরনের সাজ সেজে মঙ্গল শোভাযাত্রার শোভাবর্ধন করে। শোভাযাত্রা শেষে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বর এবং বধু জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার মোঃ রাফিউল আলম কে সালাম করেন। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার মোঃ রাফিউল আলম তাদের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও শোভাযাত্রায় মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ, ডা.তাহের ডা. লীনা ম্যাটস’র শিক্ষার্থীরা গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য সাজে সেজে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

মঙ্গল শোভাযাত্রা অন্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস, শিক্ষা ও আইসিটি আশরাফুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক কর্মী শাশ্বত স্বপন চক্রবর্ত্তী সহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার