Top
সর্বশেষ

হাজীগঞ্জের বিভিন্ন স্থানে চলছে বৈশাখী মেলা

১৫ এপ্রিল, ২০২২ ২:০৭ অপরাহ্ণ
হাজীগঞ্জের বিভিন্ন স্থানে চলছে বৈশাখী মেলা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

বিদায় নিলো বাংলা বর্ষ ১৪২৮, আর আগমন ঘটলো নতুন বছর ১৪২৯ এর৷ নতুন বছরের প্রথম সূর্যোদয়ে রঙ্গীন ও বর্ণিল হয়ে বাঙালি বরণ করে নিয়েছে নতুন বছরকে৷

বৈশাখের অন্যতম আকর্ষণ বৈশাখী মেলা৷ আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য এই মেলা৷ কেবল বাংলাদেশেই বৈশাখের প্রথম সপ্তাহে অন্তত দুই শতাধিক বৈশাখী মেলার আয়োজন বসে৷ তারই ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জও পিছিয়ে নেই। উপজেলার বিভিন্ন অঞ্চলে বসে থাকে বৈশাখের মেলা। শুক্রবার উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের কালীবাড়িতে ও পৌর বলাখাল এলাকায় জমজমাট ভাবে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। তবে গেলো দুই বছরের তুলনায় এবছর তেমন হারে দেখা যায়নি জনসমাগম। তবে দুইবছর পর বৈশাখকে বরণ করে নিতে পেরে খুশি বাঙালিরা।

বড়কুলের কালীবাড়ি ও বড়কুলে মেলায় হরেক রকমের কুটির শিল্প আর হস্ত শিল্পের বাহারি দেখা গিয়েছে। দেখা মেলে বাংলার ঐতিহ্য মাটির তৈরি বিভিন্ন পণ্যেরও৷

পহেলা বৈশাখ, বাঙালির সংস্কৃতির পরিচয়৷ সম্রাট আকবরের আমলে ১৫৮৪ খ্রিষ্টাব্দে যে ইলাহী সন চালু হয়েছিলো, তা-ই বঙ্গাব্দ নামে পরিচিত হয়ে ওঠে৷ কৃষকশ্রেণির সেই ফসলি সন এখন বাঙালি সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে৷ খ্রিষ্টাব্দের আগমনে বাঙালি উৎফুল্ল হয়, কিন্তু বঙ্গাব্দের আগমনে বাঙালি আনন্দের জোয়ারে ভাসে৷ রমনার বটমূল বৈশাখী আয়োজনের কেন্দ্র বিন্দু৷ কিন্তু এই বৈশাখীর রং লাগে গোটা দেশে, গোটা বিশ্বের আনাচে কানাচে যেখানে বাঙালি বসত করে৷ নববর্ষের রঙের ঢেউ তাই এখনও বিশ্বের আনাচে কানাচে খেলা করছে৷

শেয়ার