Top
সর্বশেষ

কাপ্তাইয়ে জলকেলি উৎসব

১৫ এপ্রিল, ২০২২ ২:৫০ অপরাহ্ণ
কাপ্তাইয়ে জলকেলি উৎসব
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫এপ্রিল) সকালে চিৎমরম সাঁগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আয়োজনে চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে এ জল উৎসব অনুষ্ঠিত হয়। কাপ্তাই ৪১বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সাব্বির আহম্মেদ প্রধান অতিথি থেকে এই জল উৎসবের উদ্বোধন করেন।

উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরীর সভাপতিত্বে এসময়- রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের যুবক-যুবতী এবং শিশু কিশোররা তাদের ঐতিহ্যর পোশাক পড়ে মারমা গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়। এছাড়া ঐতিহ্যবাহী খেলাধূলা, নাচে গানে মেঠে উঠে উৎসবে মারমা তরুন তরুনীরা।

শেয়ার