চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, আঁচড়ের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম শাহিন, স্বেচ্ছাসেবক আল আমিন রাজু প্রমুখ।
এদিকে একইদিন দুপুরে একুশে টেলিভিশনের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তারা আগামী দিনে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভি নানা অনুষ্ঠানমালায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে সকালে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র্যালি শহর প্রদক্ষিণ করে।