বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। বিজিবি জানায়, বিজিবির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ফলিমারী মাঠ নামক স্থানে দুইজন চোরাকারবারীকে দেখতে পায়। এসময় বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করলে ০৬টি বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ৩০ কেজি কচ্ছপের হাড় উদ্বার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্বারকৃত কচ্ছপের হাড়গুলোর আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। উদ্ধারকৃত কচ্ছপের হাড়ের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক, অস্ত্র ও মানব পাচার প্রতিরোধে বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।