Top
সর্বশেষ

কাউখালীতে পাহাড়ে ধসে ২শ্রমিক মৃত্যু

১৬ এপ্রিল, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ
কাউখালীতে পাহাড়ে ধসে ২শ্রমিক মৃত্যু
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটির কাউখালী উপজেলায় পাহাড়ে ধসে দু’জন শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকরা হলেন-মো. পিয়ার আহম্মেদ (৫০) এবং সুফল বড়–য়া (৩৮)। শুক্রবার (১৫এপ্রিল) দিনগত রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন- কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস শহিদুল ইসলাম।

নিহত পিয়ার আহম্মেদ উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়ার মৃত কবির আহম্মেদ মিস্ত্রির ছেলে এবং সুফল বড়–য়া একই ইউনিয়নের বেনুবন এলাকার অঞ্জন বড়–য়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে-শুক্রবার সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা নামক এলাকায় ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়–য়ার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন শ্রমিক -মো. পিয়ার আহম্মেদএবং সুফল বড়–য়া। বাড়ির পাশে ছিলো পাহাড়। হঠাৎ করে পূর্বে কাটা পাহাড় ধসের মাটি এসে কাজেরত দু’শ্রমিকের উপর পড়লে ঘটনাস্থলে মাটিচাপা পড়ে মারা যান তারা।
সূত্রটি আরও জানায়- ঘটনার দিন দুপুরে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে এবং লাশের সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করে অত্যন্ত গোপনে।

তবে অত্র এলাকার স্থানীয়রা অভিযোগ তোলেছে; মোটা অংকের টাকার বিনিময়ে শ্রমিকদের পরিবার এবং স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিলো একটি মহলের পক্ষ থেকে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস শহিদুল ইসলাম ঘটনা ধামাচাপা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন- নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় মামলা দায়ের করা হয়নি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার