Top
সর্বশেষ

ভোটাধিকার ও গণতন্ত্র ফেরাতে কঠোর আন্দোলনে যাবে বিএনপি

১৬ এপ্রিল, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ
ভোটাধিকার ও গণতন্ত্র ফেরাতে কঠোর আন্দোলনে যাবে বিএনপি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফেরানোর দাবিতে কঠোর আন্দোলনে যাবে বিএনপি। আসন্ন পবিত্র ইদুল ফিতরের পর এই আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ টাউনক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আলোচনা সভায় দুলু বলেন, সরকার বিএনপি চেয়ারপারশন বেগম খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটকে রেখেছে, তা আমেরিকার মানবাধিকার রিপোর্টে সুষ্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাই গণবিচ্ছিন্ন এই সরকারের বিরুদ্ধে ঈদের পর ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমানকে নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জিয়ার নাম মানুষের মন থেকে কোনোদিনই মুছে ফেলা যাবে না। কারণ মানুষ আজ সোচ্চার হচ্ছে, সুতরাং সরকারের অসৎ কোনো উদ্দেশ্য সফল হবে না।

দ্রবমূল্যের উর্দ্ধগতি প্রসঙ্গে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দ্রবমূল্যের উর্দ্ধগতি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মতো হবে। সরকারের সঠিক সিদ্ধান্ত না নেওয়া ও সরকার দলীয় এমপি মন্ত্রীদের লাগামহীন দূর্নীতির কারনে আজকে নিত্যপ্রয়োজনীয় পন্যদ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম টিপু, বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আলহাজ্ব আব্দুল মতিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার