Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৯৫ জনের প্রাণহানি

১৬ এপ্রিল, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৯৫ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার পূর্ব-উপকূলীয় একটি প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা।

শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সাইফো হ্লোমুকার বরাতে এ খবর জানিয়েছে এএফপি। তিনি বলেন, দুঃখজনকভাবে প্রাণহানি বাড়ছে। সর্বশেষ ৩৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নজিরহীন এ বন্যায় অন্তত ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। কোয়াজুলু-নাটাল প্রদেশে অন্তত ৫৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে জোরালো অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

গত সোমবার থেকে ওই অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন। সহযোগিতা নিয়ে তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে সামুদ্রিক আবহাওয়ার নানা প্রভাব রয়েছে। বিভিন্ন সময় সেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এতে বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করে থাকেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এ কারণেই সে অঞ্চলে আবহাওয়া পরিস্থিতির অবনতি হচ্ছে।

শেয়ার