Top

ভোলায় ইয়াবাসহ দুই যুবক আটক

১৬ এপ্রিল, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
ভোলায় ইয়াবাসহ দুই যুবক আটক
ভোলা প্রতিনিধি :

ভোলার ইলিশায় ১০৮৫ পিচ ইয়াবা সহ মো. জয়চন্দ্র হালদার (৩২) ও বরকত আলী রুমন (৩০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সকাল ৭ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের তালতলা লঞ্চঘাটস্থ পল্টুন এলাকার ব্লকের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জয়চন্দ্র হালদার বরিশাল জেলার কাউনিয়া থানার চরবাড়িয়া এলাকার শংকরচন্দ্র হালদারের ছেলে ও বরকত আলী রুমন বরিশাল জেলার কোতয়ালী মডেল থানার নাজির মহল্লার আলী আকবর শওকতের ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত জয়চন্দ্র হালদার ও বরকত আলী রুমন জানান, তারা বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব মাদক ক্রয় করে খুচরা বিক্রয়কারীদের নিকট পৌছে দেন।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের তালতলা লঞ্চঘাটস্থ পল্টুন এলাকার অভিযান চালিয়ে জয়চন্দ্র হালদার ও বরকত আলী রুমন নামের দুই যুবককে ১০৮৫ (এক হাজার পচাঁশি) পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

 

শেয়ার