Top
সর্বশেষ

আ’লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

১৬ এপ্রিল, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
আ’লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ
মোঃ সাজেদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। এসময় বিক্ষোভ মিছিলটি এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক হয়ে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কালাদী মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, বিল্লাল হোসেন, কাঞ্চন পৌরসভার ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক সরকার, নয়ন মিয়া, মহিলালীগ নেত্রী রাজিয়া সুলতানা, হাজ্বী মনির হোসেন, মফিকুল ইসলাম, আব্দুর রহমান, জমির হোসেন, বাবুল মিয়া, রতন মিয়া, আমিনুল ইসলাম, ইসমাইল।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদ প্রচার করছে। যারা বিল্লাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ চালাচ্ছে আমরা তাদের শাস্তি দাবি করছি।

শেয়ার