Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আ.লীগের ইফতার মাহফিল

১৬ এপ্রিল, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আ.লীগের ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা আ.লীগের সভাপতি মো. আজিজুর রহমান।

কার্যনির্বাহী কমিটির সভায় সদর উপজেলা আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ করা, কমিটি না থাকা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করার লক্ষ্যে এসব ইউনিয়নে সম্মেলন সফল করতে ৩ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠন ও সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেসবাহুল জাকেরসহ অন্যান্যরা।

 

শেয়ার