Top

দুস্থ ও অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করছে প্রভাত সমাজকল্যাণ সংস্থা

১৭ এপ্রিল, ২০২২ ২:৫০ অপরাহ্ণ
দুস্থ ও অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করছে প্রভাত সমাজকল্যাণ সংস্থা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

দেশের দারিদ্রতার হার যেন কমে আসে সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশাপাশি ইতিমধ্যে উন্নয়নমূলক কাজ করা শুরু করেছে সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা।

তারই ধারাবাহিকতায় শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, একজন অসহায় ভ্রাম্যমান ফুচকা বিক্রেতাকে স্থায়ীভাবে দোকান নির্মান করে দেয়া ও অসুস্থ চিকিৎসাধীন ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করেছে সংগঠনটি।

রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৪৭নং উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট কর্মসূচি অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবু সাঈদ বেপারীর সভাপতিত্বে ও প্রভাত চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাত চাঁদপুর শাখার সদস্য সাজেদুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল।

এর পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, চাঁদপুর জেলা পুলিশের সদস্য মোঃ আমিনুল রসুল হীরা।

এসময় উপস্থিত ছিলেন ৪নং উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ মুন্সি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, প্রভাত চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আফজাল হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুকসহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে প্রভাত চাঁদপুর শাখার সহ সভাপতি মোঃ জুয়েল হাজীর বাবার দ্রুত সুস্থতা কামনায় করা হয়।

“আর্তের তরে সেবা দান- প্রভাত হোক জাগ্রত চেতনার আহবান” এ স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে প্রভাত সমাজকল্যাণ সংস্থা ‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ নামে একটি কর্মসূচির উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের আর্থিকভাবে সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছে সংগঠনটি।

‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাধ্যমে বাছাই করা দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ এবং আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির আওতায় ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা, সেলাই মেশিন, গরু, ছাগল এবং অন্যান্য স্থিতিশীল সম্পদ সরবরাহ করা হয়৷ যা উপার্জনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টি করতে সাহায্য করে।

উল্লেখ্য, প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট কর্মসূচির বাহিরেও বিনামূল্যে শিশুশিক্ষা, মহিলা ক্ষমতায়ন, বিনা মূল্যে রক্তদান, ইকো পরিবেশ, অক্সিজেন সেবা, যুব দারিদ্র্য বন্ধ করা, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সচেতনতা, অসুস্থ অসহায় রোগীদের আর্থিক সহযোগিতা, পুষ্টি, মহিলাদের এবং শিশুদের অধিকার রক্ষা ইত্যাদির জন্য কাজ করছে আসছে।

শেয়ার