Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

পারমাণবিকের সক্ষমতা বাড়াতে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিমের

১৭ এপ্রিল, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
পারমাণবিকের সক্ষমতা বাড়াতে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিমের

উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নতুন করে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশটি নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ জানায়, নতুন এই ট্যাকটিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। দীর্ঘ পাল্লার যুদ্ধের ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র নাটকীয়ভাবে উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়িয়ে তুলবে বলেও জানানো হয়।

জানা গেছে, সর্বোচ্চ নেতা কিম সামরিক বাহিনীকে প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার পর এই পরীক্ষা চালানো হয়। তবে কখন ও কোথায় এই পরীক্ষা চালানো হয় সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যখন পরমাণু কর্মসূচির বিরোধিতা করে উত্তর কোরিয়ার ওপর দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে তখন তার বিপরীতে অবস্থান নিয়ে পিয়ংইয়ং সরকার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি জোরদার করেছে। তারই অংশ হিসেবে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।

এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা দুইটা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যা ২৫ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যায় ও শব্দের চেয়ে চারগুণ বেশি গতিতে ১১০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

সোমবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর কথা রয়েছে। তার আগ মুহূর্তে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। মনে করা হচ্ছে এর মাধ্যমে উত্তর কোরিয়া দেশ দুটিকে বিশেষ বার্তা দিয়েছে।

শেয়ার