জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) শিবপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ এর উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শ্রেণী কক্ষে রোববার (১৭ এপ্রিল) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩, শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মোল্লা। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী ইসলাম ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে. এম আক্তারুজ্জামান।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলমগীর হোসেন ও নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সাহা (অপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তোফায়েল আহমেদ, শিবপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি মো. মাহবুবুল আলম মোল্লা (তাজুল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম সিরাজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জিয়াউর রহমান মিশু, সি. ই. ও. ও প্রাইম আই. টি. লি. এর নুরুদ্দিন আহমেদ হিমেল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য তুহিন আরাফাত শোয়েব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মো. ফরিদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি সাদিকুর রহমান শাহীন উপস্থিত ছিলেন।
এসময় অতিথিদের ফুল এ ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। ইফতারের পূর্বে দোয়ার আয়োজন করা হয়।
ইফতার শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিবপুর উপজেলার শিক্ষার্থীদের নগদ অর্থ সহ বৃত্তি প্রদান করা হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ আলী। এছাড়াও আয়োজনের আহবায়ক হিসেবে ছিলেন তায়েবা আক্তার তন্দ্রা, যুগ্ম আহবায়ক সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব সৌরভ সূত্রধর।