Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

সেনাবাহিনী দিবসে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

১৮ এপ্রিল, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
সেনাবাহিনী দিবসে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের বিরুদ্ধে খুব ছোট পদক্ষেপ নিলেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। সোমবার (১৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এ হুঁশিয়ারি দেন রাইসি। এসময় দেশটির সামরিক বাহিনী নিজস্ব প্রযুক্তির অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে।

ইসরায়েলকে উদ্দেশ্য করে রাইসি বলেন, ইহুদিবাদী দেশটি এ অঞ্চলের কিছু দেশের সঙ্গে সম্পর্ক যতই স্বাভাবিক করুক না কেন তাদের সব কর্মকাণ্ড সম্পর্কে নজর রাখা হচ্ছে। ইরানের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী ইসরায়েলের গোপন পদক্ষেপ সম্পর্কেও খোঁজ রাখছে। এসব তাদের জানা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে সামান্যতম তৎপরতার জবাবে দখলদার ইসরাইলের কেন্দ্রস্থলে আঘাত করা হবে।

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সেনাবাহিনীর জন্য শাপে বর হয়েছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, সেনাবাহিনী মার্কিন নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে নিয়েছে ও নিজেদের শক্তি বাড়াতে কাজে লাগিয়েছে। সামরিক শিল্পের উন্নয়নে এই নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি কাজে লেগেছে বলেও জানান তিনি।

শেয়ার