Top

ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী

১৯ এপ্রিল, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ
ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী
গোপালগঞ্জ প্রতিনিধি :

এবারের এসএসসি পরীক্ষার্থী সাথী শিকারী (১৫)। দু’চোখে স্বপ্ন ছিলো এসএসসি পরীক্ষার পর উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিবেন। কিন্তু পরিবার থেকে বাল্য বিয়ে ঠিক করায় যেন সে স্বপ্ন ধূসর হতে বসেছিল। পরীক্ষার আগেই স্কুল থেকে ঝড়ে পড়া আশংকায় ছিলো ।
কিন্তু কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়ায় সাথীর সেই স্বপ্ন যেন আবারো রঙ্গীন হলো।

 সোমবার (১৮ এপিল) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উত্তরপাড়া বুজুর্গকোনা গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ডোমরাশুর গ্রামে এসএসসি পরীক্ষার্থী মেয়ে সাথীর বিয়ে ঠিক করেন বাবা সুশান্ত শিকারী। বাড়ীতে বিয়ের জন্য আয়োজন করা হয়।  এসএসসি পরীক্ষার্থী সাথীর বিয়ে হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তরপাড়া বুজুর্গকোনা গ্রামের সুশান্ত শিকারীর বাড়ীতে গিয়ে হাজির হয় ইউএনও। পরে তিনি বাল্য বিয়ে বন্ধ করে দেন।
তিনি আরো জানান, মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এমন মুচলেকা দিলে সুশান্ত শিকারীকে ছেড়ে দেন ইউএনও।
এ অভিযানের সময় ৩নং ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম, কোটালীপাড়া থানার পুলিশ সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার