Top

বেতাগীতে সাড়ে ছয় কোটি টাকার অডিটোরিয়াম ভবনে ফাঁটল

২০ এপ্রিল, ২০২২ ১২:২০ অপরাহ্ণ
বেতাগীতে সাড়ে ছয় কোটি টাকার অডিটোরিয়াম ভবনে ফাঁটল
খাঁন মিরাজ, বরগুনা :
বরগুনার বেতাগীর নবনির্মিত পৌর অডিটোরিয়াম ভবন হস্তান্তরের আগে দেয়ালের তিন অংশে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।  পৌর এলাকার উপজেলা ভবনের পেছনে সদ্য নির্মিত পৌর অডিটোরিয়াম ভবনের সম্মুখীন দুপাশের দেয়ালের তিন স্থানে ফাটলের চিত্র দেখা গেছে।
জানা গেছে, স্থানীয় সরকার অধিদপ্তরের অর্থায়নে ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে বেতাগী পৌরসভার তত্ত্বাবধায়নে, ঠিকাদারী প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করেছেন। ভবনটির কাজ প্রায় শেষের দিকে। কাজ শেষ না হতেই অডিটোরিয়ামের সামনের দু’পাশের দেয়ালের উপরের অংশে ফাটল ধরেছে। এছাড়াও উত্তর পুর্ব কর্নারের জানালার নিচের অংশে ফাটল দেখা গিয়েছে। ভবনটি উদ্বোধন ও ব্যবহার করার আগেই দেয়ালে ফাটল ধরায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান “খান এন্টারপ্রাইজ” এর ঠিকাদার, বেতাগী হোসনাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান প্রতিবেদককে বাসায় গিয়ে সরাসরি কথা বলার প্রস্তাব দেয়।
বেতাগী পৌরমেয়র এবিএম গোলাম কবির জানান, ভবনে ফাটল ধরেছে এরকম কোন তথ্য আমার জানা নেই। যদি দেয়ালের কোন অংশে ফাটল দেখা যায়, তাহলে ঠিকাদার ঠিক করে দেবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃেদ সালেহীন বলেন, ফাটলের বিষয়ে আমি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

শেয়ার