Top
সর্বশেষ

ফসলি জমি তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক

২০ এপ্রিল, ২০২২ ১:১৪ অপরাহ্ণ
ফসলি জমি তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অন্তত ১০০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। গত তিনদিনে ক্রমাগত মেঘনা নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার সাতটি ইউনিয়নের ফসলি জমি তলিয়ে গেছে। পানি আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় জমি থেকে ধান কেটে নিতে উপজেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাওন বলেন , আশপাশের নদীগুলোর পানি হঠাৎ বেড়েছে। আগাম পানিতে সাত ইউনিয়নের ফসলি জমি তলিয়ে গেছে। ইউনিয়নগুলো হচ্ছে কুন্ডা, ভলাকুট, সদর, গোয়ালনগর, পূর্বভাগ, বুড়িশ্বর ও হরিপুর।
তিনি আরও বলেন, প্রতিনিয়ত মাইকিং, মসজিদের খুতবা ও কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলায় ২৫টি হারভেস্টার মেশিন আছে। তা দিয়ে ধান কাটতে সহায়তা করা হবে।
ইউএনও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। তবে এখনই তা বলা যাচ্ছে না।
শাহিন রেজা টিটু।

 

শেয়ার