Top
সর্বশেষ

জবি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০ এপ্রিল, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
জবি প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জবি সংবাদদাতা :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টরিয়াল বডির সদস্যরা, বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, আশা করি প্রেসক্লাবের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে। তাঁরা সত্যটাকে সামনে নিয়ে আসবে।

উপাচার্য ইমদাদুল হক বলেন, আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার কাজটা করে সাংবাদিকরা। প্রেসক্লাবের সাংবাদিকরাও আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম সারাদেশের মানুষের কাছে পৌঁছাবে বলে প্রত্যাশা করেন তিনি।

ইফতারের আগে সাধারন সাধারন শিক্ষার্থী ও সাংবাদিকদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জগন্নাথ বিশ্ববিধ্যালয় প্রেসক্লাবের সকল সাংবাদিক সদস্যসহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার