ষাট ভাগ কাজ শেষ হওয়ার পরও জমি নিয়ে জটিলতা থাকায় ষোল বছরে শেষ হয়নি শেরপুর জেলার নকলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন নিমার্ণের কাজ। দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় শুরু হয় শেরপুরের নকলার ফায়ার সার্ভিস স্টেশন নিমার্ণের কাজ। ২০০৬ সালে প্রকল্পটির নির্মাণ ব্যায় ধরা হয় ৩৫ লাখ ৭৪ হাজার ৭২৪ টাকা। কিন্তু জমির মালিক বাদি হয়ে শেরপুর আদালতে মামলা করলে কাজ বন্ধ হয়ে যায়। নকলার যে কোন দুর্যোগ মোবাবেলায় সাহায্য নিতে হয় জেলা সদরসহ অন্য উপজেলার ফায়ার সার্ভিসের। ফলে সাধারণ দুর্ঘটানাও অনেক সময় ভয়াভহ রুপ নেয়। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ফলে শুষ্ক মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কে থাকে উপজেলাবাসী।
বিভিন্ন সময় অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র ও বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে নি:স্ব হয়ে যায় মানুষ। কয়েকদিন আগে দুই দিনের ব্যবধানে দুই জায়গায় আগুনে পুড়ে নি:স্ব হয়েছেন ৫টি পরিবার। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি তারা। উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন না থাকায় পানিতে ডুবে নিখোঁজ হয়েও প্রাণ হারাতে হচ্ছে শিশুসহ অনেকের। এদিকে নজর নেই সংশ্লিষ্ট দপ্তরসহ কারো।
৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নকলা উপজেলা। প্রায় ৩ লাখ জনগনের জান-মাল রক্ষায় দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি চালু করার জন্য দাবি জানিয়ে আসেছন উপজেলাবাসী। এবিষয়ে অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট ও দায়িত্বশীল সবাই কেনজানি নিরব ভুমিকায় আছেন! ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জন্য এরইমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে জনবল, সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। তবে ভবনটির কাজ শতভাগ সম্পন্ন না হওয়ায় নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীরা শেরপুর জেলা শহরে অবস্থান করেন। নকলায় আগুন লাগার ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে তারা ঘটনাস্থলে আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যায়। ফলে নকলায় আগুনে পুড়ে নিঃস্ব হওয়ার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সুরুজ্জামাল বলেন, নকলা বাজারের ডাকের জন্য আমার ঘরে রাখা নগদ পাঁচ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার ও ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে তার অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মিনাল জানান, তার মেয়ের জামাতা প্রবাস থেকে ৫০ হাজার টাকা পাঠিয়েছিলো। ওই টাকা ব্যংক থেকে তুলে তার বসত ঘরে রেখেছিলেন তিনি। তাছাড়া গরু বিক্রির ৫০ হাজার টাকাসহ ঘরে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ওই অগ্নিকাণ্ডে অন্তত দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আবুল হোসেন জানান, তার ঘরের সব কিছু পুড়ে ছাই হয়েগেছে। এখন খোলা আকাশের নিচে রাত যাপন করা ছাড়া আর কোন উপায় নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, মামলার কারনেই আটকে আছে কাজ। দ্রুত মামলাটি নিষ্পত্তি হলেই সম্পন্ন করা সম্ভব হবে এই ফায়ার সার্ভিস স্টেশনের কাজ। আমরাও চাই নকলায় দ্রুত সার্ভিস স্টেশনের অসম্পন্ন কাজটুকু সম্পন্ন হোক। এ দিয়ে উর্ধতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।