Top
সর্বশেষ

সিরাজগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ফসলের ক্ষতি

২০ এপ্রিল, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ফসলের ক্ষতি
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উপর দিয়ে বুধবার সকালে বয়ে যাওয়া বছরের প্রথম কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় অনেক কৃষক হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম কোণ থেকে উঠে আসা এ কাল বৈশাখী ঝড় বুধবার সকালে সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে যায়। বছরের প্রথম কালবৈশাখী এ ঝড় ও ভারি বৃষ্টিতে জেলার সবকয়টি উপজেলার বিভিন স্থানে ইরি বোরো ধানসহ বেশকিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়েছে।

তবে তাড়াশ, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ইরি বোরো ২৮ পাকা ধানের বেশি ক্ষতি হওয়ায় কৃষকের মধ্য হতাশার সৃষ্টি হয়েছে।

এ ঝড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগ বলছে ঝড়ে অনেক স্থানে বিদ্যুৎ খুঁটি ভেঙ্গে পড়ে ও তার ছিঁড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অবশ্য দুপুর থেকে ক্রমাগতভাবে এ বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এদিকে প্রায় দিনভর সিরাজগঞ্জে সূর্যের দেখা মেলেনি। আবারো ঝড় বৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। এ কারণে অনেক স্থানে ধানকাটতে মাঠে নেমেছে কৃষকেরা। এ বিষয়ে জেলা কৃষি বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক আ-জা-মু আহসান শহিদ সরকার বলেন, কাল বৈশাখী ঝড় বৃষ্টিতে ইরি বোরো ২৮ ধানের বেশি ক্ষতি হয়েছে। এজন্য পাকা এ ধান দ্রুত কাটতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার