সৈয়দ মুহাম্মদ আজম, দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পল্লীতে বাল্যবিবাহ থেকে বাঁচতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোহাগী আক্তার বৃষ্টি নামে এক স্কুল শিক্ষার্থী। মঙ্গলবার (১৯এপ্রিল) বিকেলে উপজেলার বেতদিঘী ইউনিয়নের খড়মপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত সোহাগী আক্তার বৃষ্টি ওই গ্রামের মহসিন আলীর মেয়ে। সে সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।
সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, সোহাগী আক্তার একজন নম্রভদ্র শান্ত প্রকৃতির মেধাবী শিক্ষার্থী ছিল। সে আত্মহত্যার পথ বেছে না নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলতে পারতো। আত্মহত্যার পথ বেচে নেওয়া দুঃখ জনক ঘটনা।
খোঁজ নিয়ে জানা যায়, খড়মপুর গ্রামের মৃত আমিনুল হকের ছেলে চল্লিশোর্দ্ধ আতিয়ার রহমান নামে এক ব্যক্তি সোহাগী আক্তার’কে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করার প্রস্তাব দেয়। সোহাগী আক্তার’কে বিয়ের পণ হিসেবে ২৫শতক জমি লিখে দেয়ারও প্রতিশ্রুতি দেয় সে। এই প্রতিশ্রুতিতে সোহাগী আক্তার বৃষ্টির মা আমিনা বেগম চল্লিশোর্দ্ধ আতিয়ার রহমানকে বিয়ে করার জন্য সোহাগী আক্তার বৃষ্টিকে চাপ দিতে শুরু করে। কিন্তু সোহাগী আক্তার সেই বাল্য বিয়েতে রাজি না হওয়ায় বৃষ্টির মা প্রায় সময় বৃষ্টিকে মারধর করত।
ঘটনার দিন (মঙ্গলবার) বিকেলে সোহাগী আক্তার বৃষ্টিকে তার মা আমিনা বেগম চড়-থাপ্পর দিয়ে ঘরের মধ্যে রেখে দরজায় তালা দিয়ে পার্শ্ববর্তী বেতদিঘী ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাউল নিতে যায়। চাউল নিয়ে বাড়ি ফিরে সোহাগী আক্তার বৃষ্টিকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এ বিষয়ে জানতে চাইলে আতিয়ার রহমান সত্যতা স্বীকার করে বলেন, ‘বিয়ের জন্য প্রতিবেশী মোয়াজ্জেমের স্ত্রী হোসনে আরার মাধ্যমে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু বিয়ে হয়নি।’
স্ত্রী ঘরে থাকতে আবারো বিয়ে করার প্রয়োজন কেন হলো জানতে চাইলে আতিয়ার রহমান বলেন, ‘প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তান না হওয়ায় প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে। একই কারনে দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পথে। এই জন্য সে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করার প্রস্তাব দেন।’
খড়মপুর (এনায়েতপুর) গ্রামের তফিউদ্দিনের পুত্র রিকশা চালক মোস্তাফিজুর রহমান জানায়, আতিয়ার রহমানের সাথে বিয়ে দেয়ার জন্য সোহাগীর পিতা মহসিন আলীর সম্মতি না থাকলেও তার মা আমিনা বেগম জমির লোভে বিয়ের চাপ দিয়ে আসছিল। একই তথ্য জানান হায়দার আলীর পুত্র ফারুক মিয়াসহ প্রতিবেশীরা।
সোহাগী আক্তারের মা আমিনা বেগম ও বাবা মহসিন আলী মূর্ছা যাওয়াই তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সোহাগী আক্তার বৃষ্টির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে বাল্য বিয়ে দেয়ার জন্য পরিবার থেকে চাপ দেয়ার সত্যতা পেয়েছে পুলিশ। আরো তদন্ত চলছে, তদন্ত শেষে হলেই আত্মহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।