Top
সর্বশেষ

বরিশালে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

২০ এপ্রিল, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
বরিশালে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশাল প্রতিনিধি :

নকল পণ্য তৈরি করা, অতিরিক্ত দামে জুতা বিক্রয় করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বরিশালে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত বরিশাল নগরীর চকবাজার, নথুল্লাবাদ এবং টিয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, ৩ জন ব্যাবসায়ীকে নকল পণ্য তৈরি করা, অতিরিক্ত দামে জুতা বিক্রয় করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এর মধ্যে চকবাজার বাটা শোরুমকে ৩০ হাজার টাকা, টিয়াখালি জেরি ব্রেভারেজকে ২৫ হাজার টাকা ও নততুল্লাবাদ মদীনা হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও কাপড়ের দোকান, জুতার দোকান, বাসকাউন্টারসহ বিভন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছাড়াও র‌্যাব-৮ বরিশালের একটি টিম এবং ক্যাব সদস্য জনাব জাহাঙ্গীর মোল্লা সহযোগিতা করেন।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জনস্বার্থ রক্ষায় রমজান মাস জুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার