Top

কেশবপুরে ৫০০ পথচারী-ভ্যানচালককে ঈদ সামগ্রী বিতরণ

২০ এপ্রিল, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ
কেশবপুরে ৫০০ পথচারী-ভ্যানচালককে ঈদ সামগ্রী বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে বুধবার বিকেলে ৫০০ জন অসহায় ব্যক্তিকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ সামগ্রী হিসেবে তাদেরকে সেমাই, চিনি, বাদাম, দুধ ও কিচমিচ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন শহরের ত্রিমোহিনী মোড়, হাসপাতাল মোড়, পাইলট স্কুল মোড় ও উপজেলা পরিষদ চত্বর এলাকার পথচারী এবং ভ্যানচালকদের ভেতর ঈদ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম স¤পাদক উৎপল দে, ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ।

শেয়ার