Top
সর্বশেষ

ফরিদগঞ্জ পৌর আ’লীগের ইফতার মাহফিল

২০ এপ্রিল, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
ফরিদগঞ্জ পৌর আ’লীগের ইফতার মাহফিল
শিমুল হাছান, ফরিদগঞ্জ :

ফরিদগঞ্জে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ এপ্রিল বুধবার বিকেলে ফরিদগঞ্জ বাজারের পৌর সভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমানের নিজস্ব কার্যালয়ে পৌরসভা ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে পৌর সভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারন সম্পাদকসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় পৌর আ’লীগের সাধারন সম্পাদক প্রার্থী খলিলুর রহমান বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং ফরিদগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। আমি ছোট বেলা থেকেই আমার বাবার দেখানো পথে হেঁটেছি। আমার বাবা সবসময় বলেন, তৃনমূল হচ্ছে আওয়ামী লীগের প্রান, তৃনমূল ভালো থাকলে আওয়ামী লীগ ভালো থাকবে। আমি সেই আলোকে সবসময় পৌরসভা আওয়ামী লীগের ভিবিন্ন পর্যায়ের এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাইকে আমার আত্মার আত্মীয় মনে করি। আমার সর্বধাই আপনাদের সাথে মিশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদেরকে নিয়েই সুখে দুঃখে সকলে পাশে থাকার চেষ্টা করবো।

শেয়ার