Top

রপ্তানির আড়ালে অর্থপাচার ঠেকাতে নতুন নির্দেশনা

২১ এপ্রিল, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
রপ্তানির আড়ালে অর্থপাচার ঠেকাতে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক :
রপ্তানির আড়ালে দেশ থেকে অর্থপাচার না হতে পারে সেজন্য ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে রপ্তানি পণ্যের বিপরীতে পেমেন্ট এলে তার শিপমেন্ট হয়েছে কি না, ব্যাংকগুলোকে কন্টেইনার ট্র্যাকিংয়ের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।
গত বুধবার ( ২০ এপ্রিল)  বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত এক সার্কুলার জা‌রি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) জারি করা বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক গাইডলাইন অনুযায়ী শিপমেন্ট ট্র্যাকিং করা বাধ্যতামূলক। কারণ রপ্তানির ক্ষেত্রে শিপমেন্ট হয়নি তারপরও চলে আসছে অর্থ- এ ধরনের ঘটনা যেন না ঘটে তাই এ নির্দেশনা দেয়া হয়েছে।
এখন থেকে কোনো রপ্তানির বিপরীতে অর্থ এলে তার শিপমেন্ট হয়েছে কি না তা পণ্যবাহী যানসমূহ ট্র্যাকিং ও স্কিনিংয়ের মাধ্যমে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে বলা হয়েছে।
শেয়ার