Top
সর্বশেষ

বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার যুবক গ্রেপ্তার

২১ এপ্রিল, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার যুবক গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, দুটি কার্তুজ, একটি ছেনি, তিনটি কিরিছ, একটি লোহার রড ও একটি কান্তা (রড়ের মাথায় কাঁটাযুক্ত চাকা লাগানো দেশীয় অস্ত্র) জব্দ করা হয়।
বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের ছেলে শুভ (২১), একই গ্রমের মো. কামাল উদ্দিনের ছেলে সাগর (২২), শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে তারেক (২২) ও ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রাকিব (২০)।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ৪ জনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, তারা ডাকাতির উদ্দেশ্যে মধুরামপুর গ্রামের শুভর ঘরে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
শেয়ার