মাগুরা জেলার মহম্মদপুরে চার মাসের দুধের বাছুর মেরে পরিত্যক্ত পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান,মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে গত শনিবার দুপুর থেকে বাছুরটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজি চার দিন পর পরিত্যক্ত পুকুরে কচুরিপানার নিচে মৃত অবস্থায় বাছুরটি দেখতে পায় ভুক্তভোগী পরিবার।
গরুর মালিক উপজেলার হাটবাড়িয়া গ্রামের নাইমুল হোসেন একজন বর্গাচাষি। বাড়ির ভিটে ছাড়া আর কোনো জমিজমা নেই। একটি ব্যাটারিচালিত অটোচালক তিনি। এর পাশাপাশি তিনি গরু পালন করতেন।
এ বিষয়ে নাইমুল হোসেন বলেন, ‘গত শনিবার দুপুরে বাছুরটি বাড়ির পাশে মুরাদ হোসেন নামে এক ব্যক্তির পাটখেতে চলে যায়। সেখানে কিছু পাটের পাতা খায়। দুপুরের পর থেকে বাছুরটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এলাকায় মাইকিং পর্যন্ত করেছি। বুধবার সকালে হাটবাড়িয়া ইটভাটার পাশে পরিত্যক্ত পুকুর পাড়ে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। পুকুরে নেমে দেখি কচুরিপানার নিচে বাছুরটি মৃত অবস্থায় ঢাকা রয়েছে।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বাদী সন্দেহ করছেন পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।’