Top
সর্বশেষ

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি শাহ আলম আর নেই

২১ এপ্রিল, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি শাহ আলম আর নেই
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপির জৈষ্ঠ্য এ নেতা তিনি দীর্ঘদিন মাথায় টিউমার এবং পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

নেতার মৃত্যুতে বিএনপিসহ তার স্বজন মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলটির পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেনা জানানো হয়েছে।

এদিকে জেলা বিএনপির সভাপতির এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন-খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি । তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়- বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির জৈষ্ঠ্য এ নেতার জানাযা জেলা শহরের বনরূপা মসজিদে অনুষ্ঠিত হবে এবং বনরূপা কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার