Top
সর্বশেষ

চট্টগ্রামে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড

২১ এপ্রিল, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
চট্টগ্রামে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের আগ্রাবাদের পানওয়ালা পাড়া এলাকায় একটি মশার কয়েল তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা কফিল উদ্দিন জানান, অজ্ঞাত উৎস থেকে মশার কয়েল ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো জানান, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপন করা যায়নি।

শেয়ার