Top

কেজিতে তরমুজ বিক্রির দায়ে জরিমানা

২১ এপ্রিল, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
কেজিতে তরমুজ বিক্রির দায়ে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক আড়তদারকে ও পিস হিসেবে কিনে কেজিতে তরমুজ বিক্রির দায়ে একজন খুচরা ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট ও মহারাজপুর বাজারে এসব জরিমানা করা হয়। এসয়ম তরমুজের আড়তদার ও খুচরা তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকি মূলক অভিযানে এই জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, মহারাজপুরের একটি তরমুজের আড়তে মূল্যতালিকা প্রর্দশন করা ছিল না। অথচ যেকোন ব্যবসায় প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রর্দশন করা বাধ্যতামূলক। তাই এই অপরাধে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, একজন ভ্রাম্যমান বিক্রেতা যিনি খুচরা তরমুজ বিক্রি করেন। তিনি গোপালগঞ্জের কৃষকের কাছ থেকে পিস হিসেবে তরমুজ ক্রয় করেন। সেখানে পিস হিসেবে কিনে আনলেও এখানে বিক্রি করছিলেন কেজি দরে। তাই সেই খুচরা তরমুজ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

শেয়ার