Top
সর্বশেষ

কচুয়ায় শিশু ধর্ষণ মামলায় জহিরুল কারাগারে

২১ এপ্রিল, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
কচুয়ায় শিশু ধর্ষণ মামলায় জহিরুল কারাগারে
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :

কচুয়া উপজেলার উত্তর আশ্রাফপুর গ্রামের ধনগাজী বাড়ির ৩ বছর ৪ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে একই বাড়ির আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (৪২)।

এঘটনায় কচুয়া থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। যার নং- ২২ তারিখ ১৭-০৪-২২। ঘটনাকি ঘটেছে গত ১০ এপ্রিল রবিবার বিকেল ৫
ঘটিকায়।

মামলা সূত্রে জানা যায়, ১০ এপ্রিল রবিবার বিকেল ৫ ঘটিকায় শিশুটি জহিরুল ইসলামের ঘরের সামনে খেলতে যায়। এসময় জহির তাকে দোকানের খাবার কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে গোয়াল ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির হাউ মাউ চিৎকার শুনে বাড়ির লোকজনকে এগিয়ে আসতে দেখে
জহিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শিশুটি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করতে হয়েছে বিধায় ঘটনার এক সাপ্তাহের পর ১৭ এপ্রিল শিশুরটি মা ফাহিমা বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামনুর রশিদ সরকার জহিরুল ইসলামকে গত বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহর এলাকা থেকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার জহিরুল ইসলামকে কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জহিরুল ইসলামকে গ্রেফতার ও জেল হাজতে প্রেরনের বিষয়টি কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিউদ্দিন নিশ্চিত করেন।

শেয়ার