Top
সর্বশেষ

শাহরাস্তিতে এজেন্ট ব্যাংকিং প্রধানদের সাথে পুলিশের মতবিনিময় 

২২ এপ্রিল, ২০২২ ২:০৯ অপরাহ্ণ
শাহরাস্তিতে এজেন্ট ব্যাংকিং প্রধানদের সাথে পুলিশের মতবিনিময় 
শাহরাস্তি(চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রায় অর্ধশতাধিক এজেন্ট ব্যাংকিং প্রধান ও কর্তব্যরত কর্মচারী, স্থানীয় বাজার ব্যবসায়ীদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার (২২ এপ্রিল)   থানা চত্বরে অনুষ্ঠিত হয়।
 সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া সার্কেল,চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী। সভায় সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান। এসময় সভায় শাহরাস্তি থানায় দায়িত্বরত সকল পুলিশ কর্মকর্তা,ফাঁড়ির ইনচার্জবৃন্দ, এজেন্ট ব্যাংকের মালিক, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় বাজার ব্যবসায়ী, সাংবাদিকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ আবুল কালাম চৌধুরী তার বক্তব্যে বলেন, শাহরাস্তিতে বিগত কয়েকদিনে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মকর্তাগণই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহবান জানান। সেইসাথে প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা প্রতিস্থাপন ও ব্যাংকিং আইন মেনে চলার আহবান জানান।
শাহরাস্তি থানা পুলিশ এজেন্ট ব্যাংকিং পরিচালনায় দিক নির্দেশনামূলক লেখা সম্বলিত একটি তালিকা মতবিনিময় সভায় আগত সবার হাতে তুলে দেন।
উল্লেখ্য, শাহরাস্তিতে গত কয়েক দিনে আয়নাতলী ও বেরনাইয়া বাজারে তিনটি এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটে।
শেয়ার