Top
সর্বশেষ

নদীতে নিখোঁজ হওয়া জিলানীর লাশের সন্ধান মিলেছে

২২ এপ্রিল, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
নদীতে নিখোঁজ হওয়া জিলানীর লাশের সন্ধান মিলেছে
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

মহিষ নিয়ে নদী পারাপারের সময় তিতাস নদীতে নিখোঁজ হওয়া জিলানীর লাশের সন্ধান মিলেছে।

গতকাল (২১/০৪/২০২২) সকাল ১০:০০ টার দিকে নবীনগর বাজার তিতাস নদী তে (মনুবাবু ঘাট) মহিষ নিয়ে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় পানিতে নিখোঁজ হয় জিলানী (৩২) নামের এক যুবক।

তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস,ডুবুরি দল ও স্বজন অনেক খোজাখুজির পরেও সন্ধান মিলেনি।

আজ (২২/০৪/২০২২) সকাল ০৭:০০ টার সময় তিতাস নদীতে জিলানী মৃত অবস্থায় পাওয়া যায়।

শেয়ার