Top
সর্বশেষ

হাজীগঞ্জে ইয়াবাসহ কচুয়ার লিটন আটক

২২ এপ্রিল, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
হাজীগঞ্জে ইয়াবাসহ কচুয়ার লিটন আটক
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

হাজীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কচুয়ার এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাদত রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ এলাকা থেকে ইয়াবাসহ হাতে-নাতে তাকে আটক করা হয়।

আটকৃকত মাদক কারবারি কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুর গ্রামের হায়দার মিজি বাড়ীর মৃত তোরাব আলীর ছেলে মো. লিটন (৪০)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মো. লিটনকে হাতে-নাতে আটক করে পুলিশ।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার