Top
সর্বশেষ

মাগুরায় পুলিশের পোষাক,দেশী অস্ত্র সহ ডাকাত গ্রেফতার

২২ এপ্রিল, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
মাগুরায় পুলিশের পোষাক,দেশী অস্ত্র সহ ডাকাত গ্রেফতার
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরা জেলার শালিখার পুলুম গ্রাম থেকে ডাকতির প্রস্তুতি কালে পুলিশের পোষাক ও দেশি অস্ত্র সহ এক ডাকাত গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।

২২ এপ্রিল শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম সাংবাদিকদের জানান শালিখার পুলুম গ্রাম থেকে ১৭ এপ্রিল রাতের বেলা ডাকাতির প্রস্তুতি কালে একজনকে আটক করেছে।তার কাছ থেকে সাব ইন্সপেক্টরের পোশাক, ব্যাজ, বেল্ট সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। শালিখা থানায় মামলা হয়েছে মামলা নং ৬।

মামলার ধারা ১৭০ /৭১/৩৯৯/ ৪০২ পেনাল কোড ১৮৬০। মামলায় এজাহারভুক্ত আসামি হলো আমিনুর রহমান পিতা- আব্দুস সামাদ মোল্লা ,গ্রাম পুলুম, সোলায়মান হোসেন গ্রাম সত্যিজাতপুর বারইখালি, আজিজুল গ্রাম পুলুম,। পুলিশ আমিনুর রহমানকে আটক করলেও অন্যরা পালিয়েযায়।

এ মামলায় অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে। ওসি বিশারুল ইসলাম আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পুলুম গ্রামে খালপাড়ের খোকন মোল্লা বাড়ির পূর্ব পাশে বাঁশ বাগানে অভিযান চালিয়ে একজনকে আটক করলেও ১১ ডাকাতি মামলার আসামি আলোচিত সোলায়মান সহ অন্যান্যরা পালিয়ে যায়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার