Top

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র রাখার দায়ে আটক ১

২২ এপ্রিল, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র রাখার দায়ে আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র রাখার দায়ে একজনকে আটক করেছে পুলিশ।

নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নওগাঁর হাট শিবপুর এলাকার নজরুল ইসলামের ছেলে হায়াত মাহমুদ (৩২)।

গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষক নিয়োগ পরীক্ষার দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর বলেন, কথাবার্তা এবং চলাফেরায় সন্দেহজনক হওয়ায় সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে হায়াতকে আটক করে গোয়েন্দা বিভাগের সদস্যরা। এসময় তার ফোনের ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের ন্যায় সন্দেহজনক লেখা ও কয়েকটি প্রশ্নপত্র আদান-প্রদান দেখা যায়।

চন্দন কর আরও বলেন, তার হোয়াটসঅ্যাপের প্রশ্নপত্রের সঙ্গে শুক্রবারের পরীক্ষার মূল প্রশ্নপত্রের কোন মিল পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্যই তাকে আটক করা হয়েছে। হায়াতের সাথে প্রশ্নফাঁসের একটি সিন্ডিকেট চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রট।

এদিকে, পরীক্ষা কেন্দ্রে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আটক হায়াত মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। ফলে তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, চিকিৎসার পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার