Top
সর্বশেষ

মহিলা দল: চাঁপাইনবাবগঞ্জে  নেতৃত্বে মনিরা-শুচি

২৩ এপ্রিল, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ
মহিলা দল: চাঁপাইনবাবগঞ্জে  নেতৃত্বে মনিরা-শুচি
মো. জাহাঙ্গীর আলম , চাঁপাইনবাবগঞ্জ  :
বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোসা. সিদ্দিকা সিরাজুম মনিরাকে সভাপতি ও মাসউদা আফরোজ হক শুচিকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন করেছেন।
কমিটিতে মোসা. সুমাইয়া আফরিনকে সিনিয়র সহ-সভাপতিসহ আরও সাতজনকে সহ-সভাপতি, মোসা. সাকিনা ইয়াসমিন মিমিকে সিনিয়র সাধারণ সম্পাদকসহ তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদক, রুনা লাইলাকে সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়াও প্রচার সম্পাদক হিসেবে মোসা. মিলিয়ারা বেগম, দপ্তর সম্পাদক হিসেবে সাবিয়া সবনম বেবি, কোষাধ্যক্ষ হিসেবে আরিফা বেগম টুকটুকিকে দায়িত্ব দেয়া হয়েছে ১১১ সদস্য বিশিষ্ট কমিটিতে।
উল্লেখ্য, একই বিজ্ঞপ্তিতে ফরিদা ইয়াসমিন পারভীনকে সভাপতি ও নাদিরা ইয়াসমিন রীতাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শেয়ার