Top
সর্বশেষ

জাতীয় সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্বের দাবি জানালো স্বাশিপ

১১ জানুয়ারি, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
জাতীয় সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্বের দাবি জানালো স্বাশিপ

বর্তমানে জাতীয় সংসদে শিক্ষকদের কোনো প্রতিনিধি নেই। অথচ নির্বাচনের সময় শিক্ষকরাই প্রিসাইডিং অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাই জাতীয় সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সভায় সংগঠনটির নেতারা এ দাবি জানান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘তোমার জন্য পূর্ণতা পেল স্বাধীনতা’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‘শিক্ষকদের সবাই সম্মান করে। এই সরকারের আমলে সাড়ে চার হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি থাকবে না। পর্যায়ক্রমে সরকারি করা হবে।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘কারাগারে থেকেও তার (বঙ্গবন্ধু) নেতৃত্বে, তার নাম নিয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। তার আদর্শ সবাইকে ধারণ করতে হবে।’

স্বাশিপ নেতা এস এম একরামুল হক বলেন, ‘প্রতিবার নির্বাচন এলেই শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অথচ সংসদে তাদের কোনো প্রতিনিধি নেই। অবিলম্বে শিক্ষকদের নানান দাবি তুলে ধরতে শিক্ষকদের একটি প্রতিনিধিত্ব জাতীয় সংসদে রাখতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

এমএইচ

শেয়ার