Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

ফেনীতে প্রাথমিক শিক্ষকের পরীক্ষার্থী ৭৪১২ জন

২৩ এপ্রিল, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
ফেনীতে প্রাথমিক শিক্ষকের পরীক্ষার্থী ৭৪১২ জন
ফেনী প্রতিনিধি :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২২১ টি শূণ্য পদের বিপরীতে জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১১ হাজার ৬৬০ জন।

নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন তিন হাজার ৮৪৮ জন। শুক্রবার সকালে ফেনী শহরের ১৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আজ দেশের ২২ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২০ সালে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়। পরে দেশে করোনা প্রাদুর্ভাব বেড়ে গেলে পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় ফেনীতে ১৩টি কেন্দ্রে ১১ হাজার ৬৬০ জনের অংশ নেওয়ার কথা ছিল। সেখানে অংশ নেন সাত হাজার ৪১২ জন। অনুপস্থিত ছিলেন তিন হাজার ৮৪৮ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, ফেনীর ছয় উপজেলায় ৫৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ২২১টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শেষে এসব পদ পূরণ করা হবে।

ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা) রজত বিশ্বাস জানান, কোনো কেন্দ্রে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। পরীক্ষায় ১১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থীর জায়গায় তিন হাজার ৮৪৮ জন অনুপস্থিত ছিলেন।

 

শেয়ার