নুর ও ফোরকান তারা দুই সহদর। দুজনই ইসলামিক সংগীত শিল্পী। অল্পসময়ে দর্শক প্রিয়তাও পেয়েছেন দুই ভাই। বর্তমানে তাদের ফেসবুক পেইজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে। বলা চলে তারা দুই ভাই প্রযুক্তির কল্যানে সফলতার দারপ্রান্তে।
নুর রশিদ (বড়) ফোরকান রশিদ (ছোট)। নুর রশিদ ছোটকাল থেকে ইসলামীক গান নিজের মধ্যে ধারণ করে আসছেন সেই ধারাবাহিকতায় ফোরকানও। তাদের ইসলামী সংস্কৃতির প্রতি ছোটকাল থেকে উৎসাহিত করে আসছেন তাদের মা। তারা মোট ৩ ভাই এক বোন তাদের মধ্যে নুর সবার বড় ফোরকান ছোট।
বাবা মোঃ রশিদ উল্লাহ প্রধান শিক্ষক, মা মোছাঃ নুর জাহান গৃহিণী। কয়েক বছর আগে তারা দুই ভাই এককভাবে নিজ উদ্যোগে বিভিন্ন ইসলামীক গানের ভিডিও করে তাদের পারসোনাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে আপলোড করে করতেন নিয়মিত। অল্পসময়ে দর্শক প্রিয়তা পায় দুই ভাই। বর্তমানে তাদের ফেসবুকে পেইজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে।
তাদের বেশ কয়েকটি সংগীত ফেসবুক থেকে প্রায় কোটিবার দেখা হয়েছে। নুর রশিদের “মুমিন কি পুকার” শিরোনামে প্রথম উর্দু সংগীত প্রকাশ হয়েছিল। সংগীতটির
নির্মানের কাজ করেছিলেন মোস্তাকিম জনি। তার লেখা এবং সুর করা বেশ কয়েকটি গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন নুর রশিদ। এ পর্যন্ত তাঁদের সুর করা প্রকাশিত
সংগীতগুলো হলো-এলো রমজান, শুকরিয়া, মাজলুম জননেতা, ইত্যাদি। এছাড়াও তিনি তোমার প্রেমে, এলো রমজান, বরকতি রাত, আমার বাংলাদেশ, মাওলা মেরে মাওলা, মোস্তফা, আল্লাহ মহান, আসল বন্ধু, মুমিন কি পুকার, গান গুলো গেয়েছেন। শিল্পী নুর রশিদ আরবি উর্দু গান গেয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন।
পড়াশোনার পাশাপাশি তারা দুই ভাই ইসলামী কনটেন্ট নিয়ে কাজ করে যাচ্ছেন। নুর রশিদ দেশের শীর্ষ কওমী মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করে উচ্চতর তফসীর বিভাগে অধ্যায়ন করছেন। ফোরকানও একই মাদ্রাসায় পড়াশোনা করছেন। তারা চট্টগ্রামে থাকেন পড়াশোনার পাশাপাশি তাদের প্রতিষ্ঠান হিদায়া রেকর্ডস স্টুডিওতে নানা রকম ইসলামিক কনটেন্ট তৈরির কাজ কাজ করে যাচ্ছেন।
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম বলেন, ছোট বেলা থেকেই নুর ও ফোরকানের ইসলামী সংগীতের প্রতি প্রবল আগ্রহ। সে কারনেই তারা পড়ালেখার পাশাপাশি তাদের সংগীত চর্চাকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সফলও হয়েছে।