Top
সর্বশেষ

কেশবপুরে কৃষকদের মাঝে কাঁচি-মাথার মাতালী বিতরণ

২৩ এপ্রিল, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
কেশবপুরে কৃষকদের মাঝে কাঁচি-মাথার মাতালী বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরের হাসানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে কাঁচি ও মাথার মাতালী দেওয়া হয়েছে। উপজেলার কাঁদার বিলে ২০০ জন কৃষকের মাঝে শনিবার সকালে ওই উপকরণ বিতরণ করা হয়।

হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদেরকে কাঁচি ও মাথার মাতালী প্রদান করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবার বিষয়ক সম্পাদক বাবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য বুলবুল হোসেন, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও বিল্লাল হোসেন, কৃষক
নেতা কামরুজ্জামান, কৃষক সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। পরে কাঁদার বিলে কৃষকদের নিয়ে ধান কাটার উদ্বোধন করা হয়।

শেয়ার