গাজীপুরের শ্রীপুর উপজেলা জমি বিক্রির বায়নার টাকা উদ্ধারের সালিশ বৈঠকে প্রকাশ্যে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীনের বিরুদ্ধে। এ ঘটনার পর স্থানীয়দের হামলায় আহত হন ওই পুলিশ সদস্য। যুবককে মারধরের ঘটনায় ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয় বলে দাবি স্থানীয়দের।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লাইছুদ্দিন (৪৫) ফরিদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
লাইছুদ্দিন ও স্থানীয়দের ভাষ্যমতে, শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রমজান আলী মুন্সির বাড়িতে পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলায় মাহমুদা নামে এক নারীর জমি বেচাকেনা নিয়ে সালিশ বৈঠক হয়।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে ওই বৈঠকে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীনও উপস্থিত ছিলেন। বৈঠকে কথাবার্তার এক পর্যায়ে রমজান আলী মুন্সির ভাতিজা লাইছুদ্দিনকে উপস্থিত সকলের সামনে এএসআই শাহীন মারধর শুরু করেন। পরে উপস্থিত লোকজন এএসআই শাহীনকে অবরুদ্ধ করে তার ওপর হামলা করেন। উভয়কেই স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের হামলার শিকার লাইছুদ্দিন জানান, মীমাংসায় আলোচনার মাধ্যমে সকল ফয়সালা শেষ হওয়ার পর আমি শুধু বলেছি স্ট্যাম্পের মাধ্যমে স্বাক্ষর নিয়ে টাকা পয়সা পরিশোধ করা হবে যেন পরবর্তীতে অস্বীকার করতে না পারে। এ কথা বলা মাত্রই এএসআই শাহীন উপস্থিত সকলের সামনে আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন।
রমজান আলী মুন্সি জানান, এটি বনবিভাগ বা গেজেটভুক্ত কোনো জমি নয়। ওই নারী জমি কেনার বায়না দিয়ে জমি নিতে পারবে না বলে জানায়। পরে তার বায়না করা টাকা ফেরত চাইলে আমি টাকা ফেরত দেওয়ার জন্য রাজি হই। এ নিয়ে শুক্রবার (২২ এপ্রিল) বৈঠকটি আমার বাড়িতে বসে। আলাচনার শেষপর্যায়ে টাকা দিতে দেরি হওয়ায় দারোগা উত্তেজিত হয়ে আমার ভাতিজাকে সকলের সামনে মারধর শুরু করেন।
গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর জানান, ফরিদপুর গ্রামে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে জানতে পারলাম এক নারী জমি কিনছে। পরে আর টাকা দিতে পারবে না বলে বায়নার টাকা ফেরত চায়। পরে থানার এক দারোগা বিষয়টি মীমাংসার জন্য বসলে বৈঠকে টাকা দিতে বিলম্ব হওয়ায় দারোগা উত্তেজিত হয়ে লাইছুদ্দিনকে থাপ্পর দেয়। এ ঘটনার নিষ্পত্তির লক্ষ্য শনিবার (২৩ এপ্রিল) আমরা শ্রীপুর থানার ওসি’র ওখানে বসবো।
স্থানীয়দের হামলার শিকার এএসআই শাহীনের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে এএসআই শাহীন জমি সংক্রান্ত সালিশ বৈঠকে গিয়েছিল। সেখানে বিবাদী পক্ষের লোকজন তার ওপর হামলা করে। খবর পেয়ে সন্ধ্যায় থানা থেকে ফোর্স গিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে এএসআই শাহীন কাউকে মারধর করেছে কিনা এব্যাপারে জানা নেই।