Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

শাহরাস্তিতে প্রবাসীদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

২৩ এপ্রিল, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
শাহরাস্তিতে প্রবাসীদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে মনিপুর-খিতারপাড় প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) উপজেলার মনিপুর গ্রামে মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, সেমাই ১ কেজি, খেসারী ডাল ৫০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম, বেসন ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি।

অনু্ষ্ঠানে সংস্থাটির উপদেষ্টা ডাঃ মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম রিপন, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা কামরুজ্জামান, শফিউল কবির বিএসসি, নজরুল ইসলাম স্বপন, প্রফেসর জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সঞ্চালক ও উপদেষ্টা ডাঃ মোঃ সাইফুল ইসলাম চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, করোণাকালীন সময়ে আমাদের গ্রামে বসবাস করা সকল প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত মনিপুর-খিতারপাড় প্রবাসী কল্যাণ সংস্থাটি গ্রামের সামাজিক কাজগুলোতে অবদান রাখছে। গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষগুলোর পাশে সব সময় থাকতে চায় সংস্থাটি।

উল্লেখ্য, গ্রামের আর্থ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমুখী কাজের নিমিত্তে ২০২১ সালে কয়েকজন প্রবাসীর উদ্যোগে মনিপুর-খিতারপাড় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে সংস্থাটি গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছেন।

শেয়ার