Top
সর্বশেষ

হাজীগঞ্জে নারী উদ্যোক্তা গ্রুপের আয়োজনে পথচারীদের ইফতার

২৩ এপ্রিল, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
হাজীগঞ্জে নারী উদ্যোক্তা গ্রুপের আয়োজনে পথচারীদের ইফতার
মো. হোসেন বেপারী, হাজীগঞ্জ (চাঁদপুর)   :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নারী উদ্যোক্তা গ্রুপের পক্ষ থেকে গরিব অসহায়দের মাঝে ইফতার ও বস্ত্র বিতরণ করা হয়। 
গত ১০ এপ্রিল রবিবার বিকেলে  ৬০ জন এবং ১৩ ই এপ্রিল এতিমখানার শিশুদের ইফতার ও বস্ত্র বিতরণ করা হয়। এমন বিতরণ কাযক্রম  চলমান থাকবে বলে জানান উদ্যোক্তারা।
ওই সময় এ মানবিক কাজে উপস্থিত ছিলেন স্মৃতি রায়, নিতু, মুনিয়া ইসলাম, জুমানা, আয়শা, আসমা রূপা, আনন্দ গাজী, নিরব মজুমদার, জান্নাতুল জারা, জেরিন, শাহরিয়ার সিনথু, আফসানা, তন্নি, আসমা ওমি সহ আরো অনেকেই।
নারী উদ্যোক্তা গ্রুপের সদস্যরা আশে পাশের সকল বিত্তবান দানশীল  ব্যক্তিদের উৎসাহ দিয়ে যাচ্ছেন এমন কাজে। নারী উদ্যোক্তা গ্রুপের সদস্যরা মনে করেন, তাদের মত করে  অন্যরাও এগিয়ে এসে গরিব অসহায়দের পাশে দাঁড়াতে পারে।
শেয়ার