Top
সর্বশেষ

জোরা খুনের মূল হোতা সাগর ১৫’শ ইয়াবা-পিস্তলসহ গ্রেপ্তার

২৩ এপ্রিল, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
জোরা খুনের মূল হোতা সাগর ১৫’শ ইয়াবা-পিস্তলসহ গ্রেপ্তার
ইয়াকুব আলী তুহিন, ফরিদপুর :

ফরিদপুরে আলোচিত শিশু সাব্বির ও নাইম হত্যা মামলার মূল হোতা সাগর মোল্যাকে পনের’শ পিচ ইয়াবা ট্যাবলেট, দেশীয় তৈরী পিস্তল, ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গতরাতে টিচার্স ট্রেনিং কলেজের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর
সার্কেল সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার অফিসার ইন চার্জ এমএ জলিল, তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ হোসেন ও এসআই শামীম হাসান উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গতরাতে সন্দেহভাজন এক ব্যাক্তিকে আটক করে তল্লাশী করলে তার কাছ থেকে ১৫’শ পিচ ইয়াবা ও ২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার নাম সাগর ম্যোল্যা বলে জানায়। খোজ খবর নিয়ে পুলিশ নিশ্চিত হয় এই সাগর মোল্যাই শিশু সাব্বির হত্যামামলা ও শিশু নাইম হত্যা মামলার মূল হোতা।

পুলিশ জানায়, মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সাগরের বিরুদ্ধে নতুন ২ টি মামলা দায়ের করা হবে। এর আগে সাগরের বিরুদ্ধে চুরি, মাদক ও হত্যার অভিযোগ আরো ৫টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা পিবিআই তদন্ত করছে, বাকী গুলো কোতয়ালী থানা পুলিশের তদন্তাধীন।

উল্লেখ, গত ১ এপ্রিল অস্টম শ্রেনীর ছাত্র সাব্বিরকে হত্যা করে তার অটো রিক্সা ছিনতাই করা হয়। ২১ এপ্রিল নাইম নামে ১৫ বছরের আরেক শিশু চালককে হত্যা করে তার ইজি বাইক চুরি করে বিক্রির সময় পুলিশের হাতে আটক হয় আপন দুই ভাই আছমত শেখ ও আশিক শেখ। তারা দুই হত্যার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বিকার করে ও সাগরের মোল্যার তথ্য পুলিশকে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ পরিদর্শক ফরহাদ হোসেন জানান, সাগর মোল্যাকে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে।

 

 

শেয়ার