Top
সর্বশেষ

আশেপাশের দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে:স্বাস্থ্যমন্ত্রী

২৩ এপ্রিল, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
আশেপাশের দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে:স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি  :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আমাদের দেশের আশেপাশের দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। কাজেই আমাদেরকে এলোমেলো চলাফেরা না করে সেদিকে লক্ষ রাখতে হবে। তবে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশে করোনা অধিকাংশই নিয়ন্ত্রণে আছে বিধায় আমরা সুরক্ষিত আছি। প্রায় তেরো কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায়। সংক্রমণ নেই বললেই চলে। আমাদেরকে করোনা সংক্রমণ রোধে আরও নিয়ম মেনে চলতে হবে।

শনিবার ( ২৩ এপ্রিল) সন্ধ্যায় মা‌নিকগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা জানি রোজা হচ্ছে দোজখের ঢাল সরুপ। আমাদেরকে রোজা রাখতে হবে। সমাজে যাদের সামর্থ্য আছে তাদেরকে গরীব মানুষের পাশে দাড়াতে হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো আপনারা এবার ঈদের বাজারে যেন মানুষ শান্তি পূর্ণভাবে বাজার করতে পারে। সেই সাথে ব্যবসায়ী ভাইদের পাশেও যেন তাদের সহযোগিতা থাকে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো: রমজান আলীসহ অনে‌কেই উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়ার কামনা করা হয়।

এছাড়াও ইফতার মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার